Posts

Showing posts from July, 2013

শেষের কবিতা...

আজ অন্য আলোয় রঙিন আমি ...আঙুলে ঝলসায় হীরের আংটি । একলা থাকার ভয় , রাত জাগার অবসান ! তোমার "আবার আসবো ফিরে "-র ভরসার প্রয়োজন হয়তো ছিল , জরুরি ছিল না । শুধু কয়েকটা জরুরি কথা বাকি রয়ে গেছিলো : - সন্ধ্যে তারাটা তোমার কথা শুনেছে । "জীবন জুড়ে অবুঝ ভালবাসতে" বলেছিলে ...মনে আছে? তুলসীতলা নেই, আছে অফিস। তাই সন্ধ্যা-প্রদীপ জ্বালানো হয়না, কিন্তু অবুঝ ভালোবাসাটা আছে - যখন তখন আর তোমার গল্পগুলো মনে পরে না । মাঝে মাঝে পরলে কাজে ভুল হয়ে যায়, ভুলিয়ে রাখি নিজেকে, অভ্যাস হয়ে গেছে - প্রত্যাশারা বুঝদার, আবদার করে না । একলা রাতের কান্নাগুলো ও আর তোমায় ছুঁতে চায় না।তোমায় "ছুঁতে চাওয়ার মুহূর্ত" গুলোর আজ ছুটি .... - তুমি প্রায় একটা "non-existing dimension" এখন । ঠিক তোমার 'প্লান-বি' র মতন - ভালো আছি , ভালো থেকো ...শুধু আকাশের ঠিকানায় চিঠি লেখার আর দরকার নেই । চোদ্দ-তলার high-rise থেকে পরিষ্কার আকাশ দেখা গেলেও , আমার চোখটা গেছে খারাপ হয়ে । চশমা লেগেছে কিছুদিন হলো , দুরের জিনিস (অতীত ) দেখতে পাইনা আজকাল ভালো - শুধু সমুদ্র

Hiatus

While friends have started noticing (and some complaining) about my long absence, here I am back with updates! You’ll see less of me here, and more of me on my other blog (keeping my fingers crossed that I won’t be lazy). Because though this blog reminds me of all that could have been and continues to be my favorite, the other blog demands my attention. Coming back to updates, a lot has been happening recently. For one, I changed my city. And moved to a city I never wanted to be in. But while am here, I realize it’s not that bad a city to live in. True, movie tickets cost a bomb, I am (yet) not allowed to roam around alone (and in public transport), free cookies that used to add on to my CTC no longer exist (free beverages compensate partly), binge drinking over the weekends are passé, but… This city has its own charm. More about the charm later! For now, getting back to work!