শেষের কবিতা...



আজ অন্য আলোয় রঙিন আমি ...আঙুলে ঝলসায় হীরের আংটি ।

একলা থাকার ভয় , রাত জাগার অবসান ! তোমার "আবার আসবো ফিরে "-র ভরসার প্রয়োজন হয়তো ছিল , জরুরি ছিল না ।

শুধু কয়েকটা জরুরি কথা বাকি রয়ে গেছিলো :

- সন্ধ্যে তারাটা তোমার কথা শুনেছে । "জীবন জুড়ে অবুঝ ভালবাসতে" বলেছিলে ...মনে আছে? তুলসীতলা নেই, আছে অফিস। তাই সন্ধ্যা-প্রদীপ জ্বালানো হয়না, কিন্তু অবুঝ ভালোবাসাটা আছে

- যখন তখন আর তোমার গল্পগুলো মনে পরে না । মাঝে মাঝে পরলে কাজে ভুল হয়ে যায়, ভুলিয়ে রাখি নিজেকে, অভ্যাস হয়ে গেছে

- প্রত্যাশারা বুঝদার, আবদার করে না । একলা রাতের কান্নাগুলো ও আর তোমায় ছুঁতে চায় না।তোমায় "ছুঁতে চাওয়ার মুহূর্ত" গুলোর আজ ছুটি ....

- তুমি প্রায় একটা "non-existing dimension" এখন । ঠিক তোমার 'প্লান-বি' র মতন

- ভালো আছি , ভালো থেকো ...শুধু আকাশের ঠিকানায় চিঠি লেখার আর দরকার নেই । চোদ্দ-তলার high-rise থেকে পরিষ্কার আকাশ দেখা গেলেও , আমার চোখটা গেছে খারাপ হয়ে । চশমা লেগেছে কিছুদিন হলো , দুরের জিনিস (অতীত ) দেখতে পাইনা আজকাল ভালো

- শুধু সমুদ্র -প্রেম টা রয়ে গেছে আমার কাছে ...ওইটুকু স্মৃতি রেখে দিলাম নিজের কাছে


গল্প শেষ । এটাই হয়ত আমাদের শেষের কবিতা ।

শেষ পাতাতে শুধু 'আসি' লিখলাম । যেমন  চেয়েছিলে ।

পিছন ফিরে তাকাতে নেই, তুমিই শিখিয়েছিলে ।


  

Comments

Jayeeta Sen Roy said…
Boddo bhalo laglo....bangla te aro likhun

Popular posts from this blog

Names unnamed!

Irons and Ironies...

the Questions…